একনজরে জেনে নিন হজ্জ পালন করার পূর্ণাঙ্গ নির্দেশিকা!Step By Step Hajj guide

সূচিপত্র

হজ্জ মুসলিম উম্মাহর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র ধর্মীয় আচার।

এটি পালনের মাধ্যমে মুসলিমরা তাদের ঈমানকে সুদৃঢ় করে এবং আল্লাহর নৈকট্য লাভ করে।

এই গাইডে আমরা হজ্জের প্রতিটি ধাপ, রীতি এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব,

যা আপনাকে একটি সফল ও সার্থক হজ্জ পালন করতে সহায়তা করবে।

হজ্জের এর মূল কার্যাবলী

প্রথমত অষ্টম জিলহজ থেকে হজ্জের সকল কার্যক্রম শুরু হয়

এবং এই দিনে তাম্মাতু হজ আদায়কারীগণ ইহরাম বাঁধবেন।

যদি ইহরাম বাধার পূর্বে সম্ভব হয় তবে গোসল করে নিজেকে পাক পবিত্র করে নিবেন

এবং জোড়ে জোড়ে বেশি করে তালবিয়া পড়তে শুরু করবেন।

দ্বিতীয়ত, যারা কিরান ও ইফরাদ হজ আদায়কারীগণ

নিজ নিজ ইহরামে বহাল থাকবেন।

তৃতীয়ত,মিনায় গিয়ে অষ্টম জিলহজ যোহর থেকে নবম জিলহজ

পর্যন্ত ফজরসহ মোট পাচ্ ওয়াক্ত নামাজ আদায় করবেন

এবং এ সময় মিনায় অবস্থান করবেন।

৯ম জিলহজ্জ আপনার কী কী কার্যক্রম করণীয়

এই দিনটিকে বলা হয় ইয়াওমুল আরাফাহ আপনাদেরকে এই দিনটিতে

সূর্যোদয়দের পর থেকেই মীনা থেকে আরাফাতের ময়দানে যেতে হবে

এবং সেখানে মসজিদে নামিরায় বা নিজ নিজ তাঁবুতে এক আযান ও দুই ইকামতে

একসাথে যোহর ও আসরের নামাজ আদায় করবেন.

এই দুই ওয়াক্ত নামাজের আগে পরে বা মাঝখানে

কোনো নফল নামাজ আদায় করবেন না.

কিবলামুখী হয়ে বেশি বেশি দুআ ও যিকির করতে থাকবেন।

সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করবেন মাথায় রাখবেন

এর পূর্বে সেখান থেকে বের হওয়া যাবে না কোনো ভাবেই,

অনেকেই আরফাহের সঠিক সীমানায় পৈছাতে ভুল করে

আশে-পাশে বসে থাকেন এই কাজ করবেন না

তাহলে আপনার হজ ঠিক ভাবে পালন হবে না.

৯ম জিলহজ্জ দিবাগত রাতে আপনার কি করণীয়

যখন সূর্য পুরোপুরি অস্তমিত হয়ে যায়

তখন আরাফাহ থেকে ধীর-স্থিরভাবে মুজদালিফায় গমন করবেন

সেখানে এক আযান ও দুই ইকামতে

মাগরিব এবং এশার নামাজ আদায় করবেন।

এশার নামাজ আদায় করে রাত না জেগে ঘুমিয়ে পড়বেন।

ঘুম থেকে জেগে আউয়াল ওয়াক্তে

ফজর নামাজ আদায় করে সূর্যোদ্বয়ের কাঁছাকাছি

সময় পর্যন্ত দুআ-যিকিরে মশগুল থাকবেন।

১০ম জিলহজ্জ আপনার কি করণীয়

সূর্যোদয়ের ঠিক পূর্বক্ষণে মুয্দালিফা থেকে তালবিয়া পড়তে পড়তে

মিনায় চলে গিয়ে সেখানে উল্লেখিত কার্যাবলীগুলো সম্পাদন করবেন :

প্রথমত জামারাতে লাগাতার সাতটি পাথর নিক্ষেপ

এবং অব্যশই মাথায় রাখবেন প্রতিটি পাথর নিক্ষেপের

সাথে সাথে তাকবীর মানে (আল্লাহু আকবার) বলবেন।

দ্বিতীয়ত,কুরবানী করবেন (যারা তাম্মাতু এবং কিরান হজ আদায়কারী তাদের জন্য এটি ওয়াজিব)।

 তৃতীয়ত মাথা মুন্ডন করবেন বা চুল ছেটে ফেলবেন

তবে মাথা মুন্ডন করাই উত্তম এবং মেয়েরা

অগ্রভাগ থেকে কয়েক আঙ্গুল পরিমান চুল ছাটবেন।

চতুর্থত উপরুক্ত কাজগুলো শেষ করে গোসল করে

ইহরাম ছেড়ে সাধারণ পোশাক পরে পূর্বের মতো হালাল হয়ে যাবেন।

এমতাঅবস্তায় ইহরামের কারণে নিষিদ্ধ ঘোষিত বিষয়গুলো

বৈধ হয়ে যাবে (স্ত্রীর সাথে মেলামেশা ব্যতীত).

পঞ্চমত তাম্মাতু হজ আদাকারীগণ কাবা শরীফ তাওয়াফ করবেন

এবং তাওয়াফে কুদুম এর সাথে সাহি করে না থাকলে

সাহির কাজ সম্পূর্ণ করবেন।

তাওয়াফ এবং সাহি শেষে মীনায় এগারো এবং বারো জিলহজ তারিখে

রাত্রি যাপন করবেন।

১১ই জিলহজ্জ আপনার কি করণীয়

এই দিনে সূর্য ঢলে যাবার (দ্বিপ্রহরের) পর তিন জামারায়

সাতটি করে মোট একুশটি পাথর নিক্ষেপ করবেন।

প্রথমে জামারাতুল উলায় এরপর জামারাতুল উস্তায়,

অতঃপর জামারাতুল আকাবায় প্রতিটি পাথর নিক্ষেপের সময়

তাকবীর (আল্লাহু আকবার )বলবেন।

১২ই জিলহজ্জ আপনার কি করণীয়

এগারো জিলহজ তারিখের ন্যায় তিন জামারায় পূর্বের নিয়মনুযায়ী

একুশটি পাথর নিক্ষেপ করবেন

অতঃপর যাদের তাড়া আছে তারা সূর্যাস্তের পূর্বে মীনা ত্যাগ করবেন

তাড়া না থাকলে সেদিন ও সেখানে অবস্থান করবেন এটাই উত্তম।

১৩ই জিলহজ্জ আপনার কি করণীয়

১২ই জিলহজ মীনা ত্যাগ করে মক্কায় চলে আসবেন

এরপর হোটেলে যাওয়ার সিদ্ধান্ত হলে মক্কা ত্যাগের পূর্বে

সাতবার কাবা শরীফ প্রদক্ষিন করবেন।

এটাকে তাওয়াফে বিদা বলে. 

হায়েব-নিফাস সম্পন্না মহিলাদের এ তাওয়াফ করার প্রয়োজন নেই.

সকল কার্যক্রম শেষে বিদায়ী তাওয়াফ 

মীকাতের বাইরে থেকে আগত হাজীগনদের জন্য তাওয়াফ করা ওয়াজিব

এই তাওয়াফকে তাওয়াফে বিদা বা তাওয়াফে সদর বলে.

এটাই হচ্ছে হজ্জের সর্বশেষ কাজ.

এই তাওয়াফের জন্য নিয়ত না হলেও উত্তম হলো

মক্কা ত্যাগের ঠিক পূর্বে নিয়তসহ তাওয়াফে বিদা করা.

মনে রাখবেন, হজ্জ একটি গুরুত্বপূর্ণ ইবাদত

এবং এর প্রতিটি ধাপ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পালন করতে হবে।

আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে হজ্জ পালনের তৌফিক দিন

এবং আমাদের কষ্ট ও ত্যাগ স্বীকারকে কবুল করুন।

আমিন।

Share the Post:
Related Posts
জেনে নিন হজ্জের সংজ্ঞা গুরুত্ব ওয়াজিব ও সুন্নত কার্যক্রম সম্পর্কিত পূর্ণাঙ্গ নির্দেশিকা
জেনে নিন হজ্জের সংজ্ঞা গুরুত্ব ও হজ্জের ওয়াজিব ও সুন্নত কার্যক্রম সম্পর্কিত পূর্ণাঙ্গ নির্দেশিকা

সূচিপত্র হজ্জ এর সংজ্ঞা হজ্জের আভিধানিক অর্থ হচ্ছে সংকল্প করা. পারিভাষিক অর্থ হচ্ছে নিদ্রিষ্ট দিনে শরীয়তের বিধান অনুসারে বায়তুল্লাহ শরীফে

Read More
Summary
Service Type
হজ প্যাকেজ ,ওমরা প্যাকেজ,ম্যানপাওয়ার,ট্যুরিস্টভিসাপ্রসেসিং ও সকল দেশ এর টিকিট বিক্রয়.
Provider Name
Lamaras Travels,
৪৭৬/সি ডি .আই .টি রোড ,মালিবাগ,ঢাকা-
Area
আজাদ টাওয়ার (৪থ তলা),৪৭৬/সি ডি .আই .টি রোড মালিবাগ,ঢাকা
Description
একজন ভ্রমণকারী তার ভ্রমণ যাত্রাকে চিন্তামুক্ত ও সহজ করতে যেই সকল সেবা গুলো তার পাওয়া খুবই অপরিহার্য যেমন হোটেল বুকিং,ভিসা প্রসেসিং,এয়ার টিকেট,ট্যুর গাইড নির্ধারন এই সকল সেবা প্রদানের মাধ্যমে আমরা ভ্রমণকারীর যাত্রাকে চিন্তামুক্ত ও সহজ করতে সর্বদা দক্ষ সেবা প্রদানে প্রস্তুত.
error: Content is protected !!
Open chat
💬 Need help?
Hello 👋
Can we help you?