ওমরাহ পালনের নিয়ম: ইহরাম থেকে শেষ পর্যন্ত করণীয় কী কী

সূচিপত্র

ওমরাতে যাওয়ার পূর্বে ওমরাহ করার সঠিক নিয়ম সম্পর্কিত বিষয় গুলো জানা

যেমন ইহরাম বাঁধা থেকে শুরু করে তাওয়াফ, সাঈ, এবং চুল ছাঁটা পর্যন্ত

প্রতিটি ধাপে বিস্তারিত নির্দেশিকা পাওয়া খুবই জরুরি।

আমাদের এই ব্লগে আমরা ওমরাহর নিয়ম সম্পর্কিত প্রতিটি পর্যায়ের গুরুত্বপূর্ণ টিপস ও পরামর্শসহ ইবাদতের সঠিক পদ্ধতি তুলে ধরা হয়েছে।

ওমরাহ পালনের আগে সঠিকভাবে প্রস্তুতি নিতে এবং প্রতিটি ধাপ সঠিকভাবে পালন করতে আমাদের গাইড অনুসরণ করুন।

Umrah Package

ইহরাম পরার সঠিক নিয়মগুলো কী কী?

আপনাকে প্রথমেই ইহরাম পরার পূর্বেই নিজেকে পরিষ্কার পরিষন্ন হতে হবে

যেমন  হাত পায়ের নখ কাটা,গোফ ছোট করতে হবে,বগল ও গুপ্ত অঙ্গের লোম পরিষ্কার করার আগে গোসল করে নিতে হবে.

ইহরামের পোশাক হিসাবে পুরুষরা দুটি সেলাইবিহীন সাদা কাপড় পড়বে এবং মহিলারা সেলাই করা যেকোনো ধরণের শালীন কাপড় পড়বেন।

মীকাতের কাছে আসলে ইহরামের নিয়ত করে নিতে হবে ও ইহরাম বাধার পূর্বে দুই রাকাত নামাজ আদায় করা সুন্নত।

মনে রাখবেন ইহরামের কাপড় পড়লেই ইহরাম বাধা হয় না একমাত্র নিয়ত করতে ইহরাম বাধা হবে এবং নিয়তের পর পরই উচ্চস্বরে তালবিয়া পাঠ করতে হবে.

لَبَّيْكَ ٱللَّٰهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ ٱلْحَمْدَ وَٱلنِّعْمَةَ لَكَ وَٱلْمُلْكَ لَا شَرِيكَ لَكَ

” লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক,লাব্বাইকা লা-শারীকালাক লাব্বাইক,ইন্নাল হামদা ওয়ানিয়ামাতা লাকাওয়াল মূলক,লা-শারীকালাক”

যারা ওমরার উদ্দেশ্যে সরাসরি মক্কা গমন করবেন তাদের বিমানে আরোহনের পূর্বেই ইহরামের কাপড় পড়ে নিয়ত করে নিতে হবে.

ইহরাম পরা অবস্থায় নিষিদ্ধ ও বর্জনীয় কাজসমূহ:

নারী-পুরুষের উভয়ের জন্য যা প্রযোজ্য

শরীরের কোনো লোম ও চুল কাটা উঠানো যাবে না,হাত পায়ের নখ কাটা যাবে না

কোনো জীব জানোয়ার শিকার করা যাবে না.

শরীলে বা কাপড়ে কোনো সুগন্দি ব্যবহার করা যাবে না,কোনো ধরণের ঝগড়া-ফাসাদ করা যাবে না.

পুরুষদের জন্য বর্জনীয়

ইহরাম পরার সময় কোনো সেলাই করা কাপড় পরা যাবে না।

পুরুষদের জন্য ইহরাম হলো দুটি সাদা, সেলাইবিহীন কাপড়।

মাথা বা মুখ ঢেকে রাখা নিষিদ্ধ।

সুরক্ষার জন্য ছাতা ব্যবহার করা যেতে পারে

নারীদের জন্য বর্জনীয়

নেকাব বা বোরকার মুখাবরণ দিয়ে মুখ ঢাকতে হবে

সঠিকভাবে তাওয়াফ করার নিয়মগুলো কী কী?

প্রথমত ওজু অবস্থায় কাবা ঘরের নিকট পৌঁছে তালবিয়া পাঠ করা যাবে না

এবং তাওয়াফের নিয়ত করতে হবে,উচ্চারণ করে নয় মনে মনে করতে হবে.

সম্ভব হলে হাজরে-আসওয়াদের কাছে পৌঁছে ”বিসমিল্লাহি ওয়া আল্লাহু আকবার”

বলে হাত দিয়ে স্পর্শ করে চুমু দিয়ে তাওয়াফ শুরু করতে হবে.হাজরে-আসওয়াদ ছোয়া/দেওয়া

ভিড়ের কারণে সম্বভ না হলে হাজরে-আসওয়াদ বরাবর রেখা হতে হাজরে-আসওয়াদের দিকে

মুখ করে”আল্লাহু আকবার” বলে তাওয়াফ শুরু করতে হবে.

কাবা শরীফকে বামে রেখে তাওয়াফ শুরু করতে হবে

সাধারণতো, তাওয়াফ করার সময় কোনো নিদ্রিষ্ট দোয়া নেই

তাই আপনি চাইলে আপনার জানা যেকোনো দোয়া পড়তে পারেন

ও কুরআন তেলোয়াত,তাসবিহ-তাহলীল বা জিকির করতে পারেন।

প্রতি চক্কর রুকনে ইয়ামেনী থেকে রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম

যেই দোয়াটি বেশি পড়তেন

رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنۡیَا حَسَنَۃً وَّ فِی الۡاٰخِرَۃِ حَسَنَۃً وَّ قِنَا عَذَابَ النَّارِ

“রাব্বানা আতিনা ফিদধূনীয়া হাসানাতাও,ওয়াফিল আখিরাতি হাসানাতাও,ওয়াকিনা আযাবাননার “

তাই এই দোয়াটি পড়া সুন্নত।

তাওয়াফের সময় পুরুষরা ” ইজতিবা” অর্থাৎ গায়ে জড়ান চাদরের মধ্যভাগ ডান

বগলের নিচে রেখে দুপ্রান্তে বাম কাঁধে রাখা(এটি শুধুমাত্র

তাওয়াফের সময় প্রযোজ্য,অন্য কোনো সময় নয়).

তাওয়াফের ১ম ও ৩য় চক্কর পুরুষরা “রমল” অর্থাৎ/দৌড়ানোর ভঙ্গীতে দ্রুত পদ্দক্ষেপে তাওয়াফ করতে হবে.

৭চক্কর তাওয়াফের পর মাকামে ইব্রাহিমের পিছনে অথবা হারাম শরীফের যে কোনো স্থানে

২ রাকাত তাওয়াফের ওয়াজিব নামাজ আদায় করতে হবে.

১ম রাকাতে সূরা কাফিরুন ও ২য় রাকাতে সূরা ইখলাস পড়া সুন্নত।

নামাজের পর সম্ভব হলে হাজরে-আসওয়াদে গিয়ে ডান হাত দিয়ে তা স্পর্শ করা সুন্নত।

বিশেষ দ্রষ্টব্য

তাওয়াফের সময় যদি কোন ওয়াক্তের নামাজের ইক্কামত হয়ে যায়,

তবে সাথে সাথে চক্কর বন্ধ করে নামাজ আদায় করতে হবে.

নামাজ শেষে যেখানে চক্কর বন্ধ করা হয়েছিল সেখান হতে শুরু করতে হবে.

চক্কর গণনায় ভুল হলে কম সংখ্যাকে অর্থাৎ ৩ চক্কর নাকি ৪ চক্কর হয়েছে

এরূপ সন্দেহের ক্ষেত্রে ৩ চক্করকে হিসাবে ধরে তাওয়াফ শেষ করতে হবে.

হিজরে ইসমাইলের (হাতিম-ই -কাবা)বাইর দিয়ে তাওয়াফ করতে হবে.

সাফা-মারওয়া ও সায়ী করার পদ্ধতি

তাওয়াফের পর পরই সাহি করতে হবে এবং সাহির জন্য

মনে মনে নিয়ত করতে হবে এবং সাফা পাহাড় হতে সাহি করতে হবে.

সাফা পাহাড়ে উঠে কেবলামুখী হয়ে হাত তুলে

” আল্লাহু আকবার” বলে নিজের ইচ্ছামতো দোয়া করা.

তারপর যিকির,তাসবিহ ও দোয়া দুরুদ পাঠ করতে করতে

মারওয়া পাহাড়ের দিকে অগ্রসর হতে হবে.

 সবুজ চিহ্নের কাছে আসলে পুরুষদের

২য় সবুজ চিহ্ন পর্যন্ত দৈড়ে অতিক্রম করতে হবে.তবে মহিলাদের দৈরাতে হবে না.

সাফা থেকে মারওয়া পর্যন্ত গেলে এক সাহী হয়.

মারওয়া পাহাড় ও কেবলামূখী হয়ে সাফা পাহাড়ের উদ্দেশ্যে

যিকির তাসবীহ দোয়া -দুরুদ পাঠ করে সাফার দিকে আগাইতে হবে

এবং সাফায়  আসলে আরেক সাহি হয় এভাবে ৭ বার সাহি করতে হবে.

সাহির সময় কোন ওয়াক্তের নামাজের ইক্কামত হলে

সাহি বন্ধ রেখে আগে নামাজ আদায় করতে হবে

তারপর যেখান হতে সাহি বন্ধ রাখা হয়েছিল সেখান থেকে সাহি শুরু করতে হবে.

ওমরাহ শেষে চুল কাটা কি আবশ্যক?

ওমরাহ শেষে মাথার চুল কাটতে হবে

এবং চুল কাটার চাইতে মাথা মুড়ানো উত্তম

বিশেষ করে যারা প্রথম ওমরাহ করবেন তাদের মাথা মুড়ানো শ্রেয়।

চুল কাটার ক্ষেত্রে মাথার চতুর্দিক হতে সমানভাবে চুল কেটে ছোট করতে হবে.

মহিলারা তাদের লম্বা চুলের আগা হতে এক আঙ্গুল পরিমান চুল কাটা আবশ্যক।   

Related Posts
জেনে নিন হজ্জের সংজ্ঞা গুরুত্ব ওয়াজিব ও সুন্নত কার্যক্রম সম্পর্কিত পূর্ণাঙ্গ নির্দেশিকা
জেনে নিন হজ্জের সংজ্ঞা গুরুত্ব ও হজ্জের ওয়াজিব ও সুন্নত কার্যক্রম সম্পর্কিত পূর্ণাঙ্গ নির্দেশিকা

সূচিপত্র হজ্জ এর সংজ্ঞা হজ্জের আভিধানিক অর্থ হচ্ছে সংকল্প করা. পারিভাষিক অর্থ হচ্ছে নিদ্রিষ্ট দিনে শরীয়তের বিধান অনুসারে বায়তুল্লাহ শরীফে

Read More
হজ্জের এর মূল কার্যাবলী
একনজরে জেনে নিন হজ্জ পালন করার পূর্ণাঙ্গ নির্দেশিকা!Step By Step Hajj guide

সূচিপত্র হজ্জ মুসলিম উম্মাহর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র ধর্মীয় আচার। এটি পালনের মাধ্যমে মুসলিমরা তাদের ঈমানকে সুদৃঢ় করে

Read More
সার্ভিস সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পেতে প্রয়োজনীয় তথ্য পূরণ করুন
Summary
Service Type
হজ প্যাকেজ ,ওমরা প্যাকেজ,ম্যানপাওয়ার,ট্যুরিস্টভিসাপ্রসেসিং ও সকল দেশ এর টিকিট বিক্রয়.
Provider Name
Lamaras Travels,
৪৭৬/সি ডি .আই .টি রোড ,মালিবাগ,ঢাকা- Telephone No.01759215525
Area
আজাদ টাওয়ার (৪থ তলা),৪৭৬/সি ডি .আই .টি রোড মালিবাগ,ঢাকা
Description
একজন ভ্রমণকারী তার ভ্রমণ যাত্রাকে চিন্তামুক্ত ও সহজ করতে যেই সকল সেবা গুলো তার পাওয়া খুবই অপরিহার্য যেমন হোটেল বুকিং,ভিসা প্রসেসিং,এয়ার টিকেট,ট্যুর গাইড নির্ধারন এই সকল সেবা প্রদানের মাধ্যমে আমরা ভ্রমণকারীর যাত্রাকে চিন্তামুক্ত ও সহজ করতে সর্বদা দক্ষ সেবা প্রদানে প্রস্তুত.
error: Content is protected !!
Open chat
💬 Need help?
Hello 👋
Can we help you?