জেনে নিন:সাশ্রয়ী মূল্যে এয়ার টিকেট কেনার ১০ টি গুরুত্বপূর্ণ কৌশল

বিমানে ভ্রমণ সত্যিকার অর্থে ব্যয়বহুল,

কিন্তু আপনি যদি সঠিক কৌশল অবলম্বন করেন

তবে আপনি আপনার খরচ উল্লেখযোগ্যভাবে কমাতে পারেন

এবং আপনার যাত্রাকে আরও সাশ্রয়ী করে তুলতে পারেন।

সাধারণতো,আপনি যদি ছুটি কাটাতে দেশের বাইরে

ভ্রমণের পরিকল্পনা করে থাকেন

বা ব্যবসায়িক সফরে দেশের বাইরে মিটটিং অংশগ্রহণের জন্য

যেয়ে থাকেন অথবা ছুটিতে দেশে এসেছেন

কাজে ফিরে যাওয়ার সময় হয়ে গিয়েছে 

এবং যদি আপনার গন্তব্য হয়ে থাকে ধুরবর্তি কোনো দেশে

সেই ক্ষেত্রে হয়তো আপনার খরচ একটু ব্যয়বহুল হতে পারে।

এই ব্লগে, আমরা ১০টি গুরুত্বপূর্ণ কৌশল নিয়ে

আলোচনা করব যা আপনাকে এয়ারফেয়ারের মূল্য

নির্ধারণের জটিলতা বুঝতে

এবং সঠিক ডিলটি  খুঁজে বের করতে ও

শেষ পর্যন্ত আপনার ফ্লাইটের জন্য

সেরা মূল্য নিশ্চিত করতে সাহায্য করবে। 

জেনে নিন:সাশ্রয়ী মূল্যে এয়ার টিকেট কেনার ১০ টি গুরুত্বপূর্ণ কৌশল

চলুন এক নজরে দেখে নেই সাশ্রয়ী মূল্যে এয়ার টিকেট কেনার ১০ টি গুরুত্বপূর্ণ কৌশল:

১.অগ্রীম তারিখের টিকেট কিনুন : ট্রিপের তারিখের অনেক আগেই টিকেট কেনার চেষ্টা করুন,

সাধারণত ২-৩ মাস পরের তারিখের টিকেট গুলোর চাহিদা কম থাকে 

তাই এয়ারলাইন  কোম্পানিগুলো অগ্রীম টিকেট তাড়াতড়ি সেল করার জন্য

কম দামে টিকেট গুলি বিক্রয় করে থাকে।

২.রিজিওনাল এয়ারপোর্টে ফ্লাইট বুক করুন: প্রায় ক্ষেত্রেই সিটি এয়ারপোর্ট গুলাতে

বেশি গ্ৰাহক চাহিদা থাকায় এয়ার টিকেট মূল্য

একটু বেশি হয়ে থাকে তাই যদি আপনার চলাচলের ক্ষেত্রে কোনো বাধা না হয়ে থাকে তাহলে চেষ্টা

করবেন ছোট এয়ারপোর্ট গুলোতে

নামার সেই ক্ষেত্রে ফ্লাইটের দাম কম

হতে পারে গ্রাহক চাহিদা কম থাকার কারণে।

৩. বাজেট এয়ারলাইন চেক করুন:বিশেষত,বাজট এয়ারলাইন গুলোতে

কিছু সুযোগ সুবিধা কম থাকায় তারা খুবই

সাশ্রয়ী মূল্যে তাদের টিকেট গুলো বিক্রয় করে থাকে,

যদি আপনার মূল উদ্দেশ্য হয় কম দামে

এয়ারটিকেট পাওয়া তবে আপনি আপনার

বিবেচনায় বাজেট এয়ারলাইন রাখতে পারেন।

৪. মধ্যরাতে বুক করুন: অধিকাংশ মানুষ রাতে ভ্রমণ করতে পছন্দ করেন না।

তাই মধ্যরাতের ফ্লাইটে চাহিদা কম থাকে,

যার ফলে এয়ারলাইনগুলো দাম কমিয়ে দেয়

যাতে তারা সিটগুলো পূর্ণ করতে পারে।

৫. বিশেষ অফার ও ছাড় চেক করুন :যেহেতু এয়ারলাইন গুলো কিছু বিশেষ সময়ে দারুনকিছু অফার দিয়ে থাকে

সেই অফার প্রাইস গুলো

জানতে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির

গ্রুপ পেজ গুলোর সাথে নিজেকে সংযুক্ত রাখুন কারণ

এজেন্সী তাদের গ্রুপে সর্বদা অফার প্রাইসগুলো দিয়ে তাদের

গ্রাহকদেরকে আপডেটেড রাখে।

৬. ক্রেডিট কার্ড অফার চেক করুন:অনেক ক্রেডিট কার্ড কোম্পানি নির্দিষ্ট

এয়ারলাইনের সাথে অংশীদারিত্ব করে বিশেষ প্রমোশনাল

অফার দেয় তাই আপনার উচিত ক্রেডিট কার্ড কোম্পানির ওয়েবসাইটে

বা তাদের পাঠানো ইমেইল নিউজলেটারে এই অফারগুলো

চেক করা সর্বদা।

৭. গ্রুপ টিকেট খুঁজুন: গ্রুপ টিকেট বুকিং করার মাধ্যমে এয়ারলাইনগুলো নিশ্চিতভাবে

একটি নির্দিষ্ট পরিমাণ রাজস্ব পায়।একক টিকেটের চেয়ে

এটি তাদের জন্য

বেশি লাভজনক এবং সুনিশ্চিত হয় তাই তারা গ্রুপ টিকেট গুলো সাশ্রয়ী মূল্যে

বিক্রয় করে থাকে।

৮. সপ্তাহের মাঝের দিন ভ্রমণ করুন : বেশিরভাগ মানুষ সপ্তাহান্তে বা ছুটির দিনগুলোতে

পরিবার নিয়ে ভ্রমণ করতে পছন্দ করে।

তাই মঙ্গলবার ও বুধবার পরিবারের ভ্রমণ তুলুনামূলক  কম হয়,

যার ফলে এয়ারলাইনগুলো কম দামে তাদের তাদের

টিকিটগুলো বিক্রয় করে থাকে।

৯.কানেকটিং ফ্লাইট ব্যবহার করুন:সাধারণতো,কানেকটিং ফ্লাইটে যাত্রা করতে বেশি সময় লাগে

এবং কখনও কখনও এক বা একাধিক বিমানবন্দরে ট্রানজিট করতে হয়।

এই বাড়তি সময় এবং অসুবিধার কারণে বেশির ভাগ

যাত্রীরা কানেকটিং ফ্লাইট এড়িয়ে চলতে চান,

ফলে

এয়ারলাইনগুলো সিট পূরণ করতেটিকেটের দাম কমিয়ে দেয়.

১০. প্রাইস এলার্ট সেট করুন : কোনো একটি এজেন্সির ওয়েবসাইটের সাথে প্রাইস এলার্ট সেবাটির

সাথে নিজেকে যুক্ত রাখুন

এতে করে আপনি টিকেটের দাম পরিবর্তনের ট্রেন্ড সম্পর্কে ধারণা পাবেন।

আপনি দেখতে পাবেন কোন সময়ে দাম বেশি এবং কোন সময়ে কম।

এই তথ্যের ভিত্তিতে আপনি ন্যূনতম মূল্যে

আপনার টিকেটটি  বুক করতে পারবেন। 

পরিশেষে, আমরা বলতে পারি যেকোনো ভ্রমণের পরিকল্পনায় খরচ কমানোর

এই কৌশলগুলোকে মাথায় রেখে

আপনি নিশ্চিন্তে ও সাশ্রয়ী মূল্যে এয়ার টিকেট কিনতে পারবেন।

আপনার পরবর্তী ভ্রমণের জন্য এই টিপসগুলো ব্যবহার করে

সেরা ডিল খুঁজে নিন এবং আনন্দময় ভ্রমণ উপভোগ করুন।

আপনার যাত্রা শুভ হোক!

Share the Post:
Summary
হজ প্যাকেজ ,ওমরা প্যাকেজ,ম্যানপাওয়ার,ট্যুরিস্টভিসাপ্রসেসিং ও সকল দেশ এর টিকিট বিক্রয়.
Service Type
হজ প্যাকেজ ,ওমরা প্যাকেজ,ম্যানপাওয়ার,ট্যুরিস্টভিসাপ্রসেসিং ও সকল দেশ এর টিকিট বিক্রয়.
Provider Name
Lamaras Travels ,
৪৭৬/সি ডি .আই .টি রোড মালিবাগ,ঢাকা,ঢাকা- Telephone No.01759215525
Area
আজাদ টাওয়ার (৪থ তলা),৪৭৬/সি ডি .আই .টি রোড মালিবাগ,ঢাকা
Description
একজন ভ্রমণকারী তার ভ্রমণ যাত্রাকে চিন্তামুক্ত ও সহজ করতে যেই সকল সেবা গুলো তার পাওয়া খুবই অপরিহার্য যেমন হোটেল বুকিং,ভিসা প্রসেসিং,এয়ার টিকেট,ট্যুর গাইড নির্ধারন এই সকল সেবা প্রদানের মাধ্যমে আমরা ভ্রমণকারীর যাত্রাকে চিন্তামুক্ত ও সহজ করতে সর্বদা দক্ষ সেবা প্রদানে প্রস্তুত.
error: Content is protected !!
Open chat
💬 Need help?
Hello 👋
Can we help you?